রংপুরে কৃষক মাহাতাব হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি খালাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৩
সেপ্টেম্বর
২০২২ ,
মঙ্গলবার
০৪ : ০৯ পিএম প্রদর্শিত হয়েছে ৮০৩৩ বার
|
২০০১ সালে রংপুরে কৃষক মাহাতাব হোসেন (৩৫) হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে মানিক মিয়া ও হাসান আলীকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স খারিজ করে বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ রায় দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। পলাতক দুই আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ বলেন, ‘ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট দুই আসামিকে খালাস দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে আপিলের জন্য অ্যাটর্নি জেনারেল অফিসে নোট দেওয়া হয়েছে।’
মামলার বিবরণে জানা যায়, পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক মাহাতাব হোসেনের (৩৫) সঙ্গে টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল আসামিদের। ২০০১ সালের ৩০ জুলাই রাত ১০টার দিকে মাহাতাবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন মানিক মিয়া ও হাসান আলীর বাড়ি সংলগ্ন পুকুর থেকে মাহাতাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক চারজনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিচার শেষে ২০১৬ সালের ২৮ নভেম্বর রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার দুই আসামি মানিক মিয়া ও হাসান আলীকে মৃত্যুদণ্ড দেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com