বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
সেমিনারে অধ্যাপক সুনির্মল কুমার দেব
সৈয়দ মুজতবা আলী ভাষা আন্দোলনের বীজ বপন করেছিলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ , বৃহস্পতিবার ০৮ : ০৯ পিএম   প্রদর্শিত হয়েছে ৮১১৮ বার

অসাম্প্রদায়িক বাঙালি জাতিরাষ্ট্র চেয়েছিলেন সৈয়দ মুজতবা আলী বলে মন্তব্য করেছেন অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন। তিনি বলেন, তুলনামূলক ধর্মতত্ত্ব কে আত্মস্থ করতে পেরেছিলেন বলেই ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই মুজতবা ভাষা আন্দোলনের বীজ বপন করেছিলেন। এর পথ ধরেই এসেছে বংলাদেশের স্বাধীনতা।


কালজয়ী কথাশিল্পী সৈয়দ মুজতবা আলীর ১১৮ তম জন্মদিন উপলক্ষে বুধাবার (১৪ সেপ্টেম্বর) সেমিনার ও কবিতা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে আজ তিনি এ কথা বলেন।


সেমিনারের বিষয় ছিল সৈয়দ মুজতবা আলী ও তুলনামূলক ধর্মতত্ত্ব। সৈয়দ মুজতবা আলী পরিষদের সভাপতি ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব , বিটাক এর মহাপরিচালক  আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে তেজগাঁও শিল্প এলাকায় বিটাক মিলনায়তনে সেই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক সৌমিত্র দেব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড মামুন আল মাহতাব, বাংলাদেশ শিল্প সহায়তা কেন্দ্রের পরিচালক ড. সৈয়দ মোঃ ইহসানুল করিম ,বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট কথাশিল্পী ইসহাক খান , কবি কামরুল হাসান , অধ্যাপক কাজী নুসরাত সুলতানা ও অধ্যাপক এম রাকিব খান।বক্তব্য রাখেন কথাশিল্পী শ্যামলী খান, সাংবাদিক মেনন চৌধুরী ও কবি শাহিদা ইসলাম।


আনোয়ার চৌধুরী বলেন , সৈয়দ মুজতবা আলীকে আমরা আজো সঠিক ভাবে মূল্যায়ন করতে পারিনি। তাঁকে নিয়ে আরো চর্চা করা প্রয়োজন।


ইসহাক খান বলেন , সৈয়দ মুজতবা আলীর অবদান বিবেচনা করলে দেখা যায় স্বাধীনতা পদক তাঁর প্রাপ্য । কিন্তু আমরা যোগ্য লোকের সম্মান দিতে কুণ্ঠিত ।


সৌমিত্র দেব বলেন, মুজতবা আলীর সাহিত্য হলো সম্প্রীতির সাহিত্য । মুক্তিযুদ্ধে তাঁর অনেক অবদান ছিল। কিন্তু তিনি উপেক্ষিত থেকে গেছেন ।


অনুষ্ঠানে সৈয়দ মুজতবা আলীকে নিয়ে প্রথম সম্পাদনা গ্রন্থ সুনির্মল কুমার দেব মীন সম্পাদিত মুজতবা প্রসঙ্গ এর নতুন সংস্করণের মোড়ক উন্মোচিত হয় ।


 


« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com