শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধে আহ্বান জানালো জাতিসংঘ মানবাধিকার দপ্তর
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ , শনিবার ০৪ : ০৯ পিএম   প্রদর্শিত হয়েছে ৮০৯৪ বার

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে এ আহ্বান জানানো হয়।নজাতিসংঘ মানবাধিকার দপ্তর বলছে, জনগণনের ওপর নির্যাতন ও ভয় দেখিয়ে শাসন করা মিয়ানমারের জান্তার কাছে রাজস্ব ও অস্ত্র পৌঁছানো থামাতে হবে। মিয়ানমার জান্তাকে আরও বিচ্ছিন্ন করতে সদস্য দেশগুলোকে আরও বেশি ‍কিছু করা উচিত।


এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যবসায়িক নেটওয়ার্ক যেন বিদেশি মুদ্রা আয় করতে না পারে, সেজন্য নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশ্ব সম্প্রদায়ের উচিত মিয়ানমারের জনগণের পাশে দাঁড়ানো। মিয়ানমারে সমারিক বাহিনীকে রাশিয়া, চীন, সার্বিয়া ও ভারত সহযোগিতা করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর।


তারা বলছে, মিয়ানমারকে যুদ্ধবিমান ও সাঁজোয়া যান দিয়ে সহায়তা করেছে রাশিয়া। এ ছাড়া যুদ্ধ ও পরিবহন বিমান সরবরাহ করেছে চীন। রকেট ও গোলাগুলি দিয়েছে সার্বিয়া এবং দূরবর্তী বিমান প্রতিরক্ষা স্টেশন তৈরিতে সহায়তা করেছে ভারত।


উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করে মিয়ানমার সামরিক বাহিনী। এরপর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। সামরিক শাসনবিরোধী হাজার হাজার লোককে গ্রেপ্তার করেছে। হত্যা করা হয়েছে বহু মানষকে। সূত্র : রয়টার্স

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com