বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
ত্বকের বলিরেখা দূর করতে নারকেল তেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২ , বৃহস্পতিবার ০১ : ০৯ পিএম   প্রদর্শিত হয়েছে ৮১২৩ বার

অনেকেরই অল্প বয়সে ত্বকে বলিরেখা বা বয়সের ছাপ পড়ে যায়। চোখের পাশে, ঠোঁটের নীচে, কপালে ভাঁজ পড়তে শুরু করে। এগুলো দূর করতে নারকেল তেল দারুণ কার্যকর। রুপচর্চায় বহু যুগ আগে থেকেই ব্যবহার হয়ে আসছে নারকেল তেল। রিঙ্কেলস ছাড়াও ত্বকের অন্যান্য সমস্যার চটজলদি সমাধান করে দিতে পারে এই তেল। 


জেনে নিন, ত্বকের রিঙ্কেলস বা বলিরেখা দূর করতে কীভাবে ব্যবহার করবেন নারকেল তেল:


*প্রথমে মুখ ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর নারকেল তেল নিয়ে মুখ ও গলায় মালিশ করুন কিছুক্ষণ। সারা রাত তেল লাগিয়ে রাখুন। পরদিন সকালে মুখ, গলা ধুয়ে ফেলুন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি করুন। নারকেল তেল বলিরেখা বা রিঙ্কেলস কমায়, ত্বক পরিষ্কার ও ময়েশ্চারাইজ করে।


*এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার সম পরিমাণ পানিতে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে নারকেল মুখে মালিশ করুন। সারা রাত তেল লাগিয়ে রাখুন। প্রতি রাতে এটি করুন।


*ক্যাস্টর অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশ্রিত করে আপনার মুখে লাগান। আলতোভাবে ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন। ত্বক বলিরেখামুক্ত রাখতে প্রতিদিন এটি করুন।


*একটি ভিটামিন-ই ক্যাপস্যুল থেকে তেল বের করে নিন। এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করুন। প্রতি রাতে এটি করুন।


*এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। যে সব জায়গায় রিঙ্কেলস পড়েছে, সেই সব জায়গায় এই মিশ্রণটি লাগান ভালো করে। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এটি করুন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com