বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদির নতুন প্রধানমন্ত্রী
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২ , বুধবার ১১ : ০৯ এএম   প্রদর্শিত হয়েছে ৮১০০ বার

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।


এছাড়া দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন বাদশাহ সালমান। নিজের আরেক পুত্র যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে সৌদির জ্বালানি মন্ত্রী হিসাবে রাখার ঘোষণা দেন বাদশাহ। 


প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে সৌদির প্রভাবশালী এই ক্রাউন প্রিন্স মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে প্রিন্স খালিদ বিন সালমান সৌদির উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


রাজপরিবার শাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।


তবে আদেশে বলা হয়েছে, এখনও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন এবং তাতে সভাপতিত্ব করবেন বাদশাহ সালমান। 


৮৬ বছর বয়সী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ২০১৫ সালে সৌদির শাসক হন। অবশ্য অসুস্থতার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com