খালেদা জিয়ার লিভ টু আপিলের ওপর শুনানি করবে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১২
মে
২০২২ ,
বৃহস্পতিবার
০৫ : ০৫ পিএম প্রদর্শিত হয়েছে ৪০০ বার
|
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ফাইল ছবি’ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া রায়ে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের ওপর দুর্নীতি দমন কমিশন (দুদক) শুনানির উদ্যোগ নিচ্ছে। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বৃহস্পতিবার এ তথ্য জানান। খুরশীদ আলম খান বলেন, ‘খালেদা জিয়ার পক্ষ থেকে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয় কি না, সে বিষয়ে আমরা আরও কদিন অপেক্ষা করবো। এরপর আমরা শুনানির জন্য আপিল বিভাগে যাবো।’ তিনি বলেন, ‘দুদকের মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ২০১৯ সালে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তার আইনজীবীরা আপিল শুনানির কোনো উদ্যোগ নিচ্ছেন না। কেন নিচ্ছেন না, তা আমরা জানি না। তাই দুদকের পক্ষ থেকেই এবার ওই লিভ টু আপিলের শুনানি করবো। ২০১৯ সালের ১৪ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল দুই’শ পৃষ্ঠার লিভ টু আপিল করেন। কায়সার কামাল বলেন, ‘আপিলে বলা হয়েছে খালেদা জিয়ার আইনজীবীদের শুনানির সুযোগ না দিয়ে হাইকোর্ট একতরফাভাবে রায় দিয়েছেন। যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।’ ২০১৮ সালের ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় নিম্ন আদালতের দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল খারিজ করেন হাইকোর্ট। এছাড়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আপিলও খারিজ করেন আদালত। তবে রায় ঘোষণার সময় খালেদা জিয়ার কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এ মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর ওইদিনই খালেদা জিয়াকে নেওয়া হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। মামলায় ছয় আসামির মধ্যে খালেদা জিয়াসহ তিনজন কারাবন্দি ছিলো। পরে খালেদা জিয়া কারামুক্ত হন। বাকি তিন আসামি পলাতক। কারাবন্দি অন্য দুই আসামি হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পলাতক তিন আসামি হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com