জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সম্মেলন ২৪ ডিসেম্বর
আদালত প্রতিবেদক
প্রকাশ:
০১
অক্টোবর
২০২২ ,
শনিবার
০৯ : ১০ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৮৬ বার
|
বাংলাদেশের বিচারকগণের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামি ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার (১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম. হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এক ভার্চুয়ালি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সাধারণ সভায় ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মরত ১২৫ জন বিভিন্ন পর্যায়ের বিচারক এজেন্ডা অনুযায়ী আলোচনায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির মেয়াদ দীর্ঘ ১১ বছর পূর্বে অতিক্রান্ত হওয়ায় এবং উক্ত কার্যনির্বাহী কমিটি দীর্ঘ ১১ বছর যাবৎ কোন সম্মেলন কিংবা সাধারণ সভা করতে না পারায় গঠনতন্ত্র বিরোধী উক্ত কার্য নির্বাহী বিলুপ্ত করে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম. হাবিবুর রহমান ভূঁইয়াকে আহব্বায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি/সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আহব্বায়ক কমিটির অপর সদস্যরা হলেন, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক সিনিয়র জেলা জজ শহীদুল আলম ঝিনুক, ঢাকার মহানগর দায়রা জজ মোঃ আছাদুজ্জাম, সলিসিটর রুনা নাহিদ আকতার, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রাব্বানী, শরীয়তপুরের জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব প্রশাসন-১ শোখ গোলাম মাহবুব, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মোঃ মাহবুবার রহমান সরকার, বগুড়ার জেলা ও দায়রা জজ এ.কে.এম মোজাম্মেল চৌধুরী (লেলিন), ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মজিবুর রহমান, ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, ঢাকার কাষ্টমস, এক্সাইজ,ভ্যাট আপীলেট ট্রাইব্যুনালের সদস্য জেলা জজ মোঃ সোহেল আহম্মেদ, অতিরিক্ত জলা ও দায়রা জজ এবং মহিলা জাজেস এসোসিয়েশনের সভাপতি জীনাত সুলতানা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী ও ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুর ইসলাম। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com