মুন্সিগঞ্জের ১৭৭ নেতা-কমীর আগাম জমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০২
অক্টোবর
২০২২ ,
রবিবার
০৪ : ১০ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৮৪ বার
|
বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মুন্সীগঞ্জে দায়ের করা মামলায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ও শহর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদত মানুসহ জেলার ১৭৭ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রোববার (২ অক্টোবর) এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিরা ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে এই মামলায় মুন্সিগঞ্জের ১৭৭ নেতা-কর্মী হাইকোর্টে জামিন আবেদন করেন। আইনজীবী মো. কামাল হোসেন ও রোকনুজ্জামান সুজা আবেদনগুলো দায়ের করেছেন। গত ২২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ঘটনায় দলটির নেতা–কর্মীদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়। মামলা দুটিতে ১ হাজার ৩৬৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিএনপির নেতা–কর্মী ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি আছেন। দুটি মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করে জেগলা কারাগারে পাঠানো হয়েছে। মুক্তারপুরে শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধর করে গুরুতর জখম করার অভিযোগে মামলা করেন মুক্তারপুর বাগবাড়ি এলাকার বাসিন্দা ও শ্রমিক লীগের নেতা আবদুল মালেক। এ মামলায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ আসামি করা হয় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com