বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
মেটা'কে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ , মঙ্গলবার ০৯ : ১০ পিএম   প্রদর্শিত হয়েছে ৮১২২ বার

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মার্কিন টেক জায়ান্ট ‘মেটা’কে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। 


মঙ্গলবার (১১ অক্টোবর) রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং এ তথ্য জানিয়েছে।


গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর রুশ কর্তৃপক্ষ মেটাকে ‘রুশোফোবিয়া’ বা ‘রাশিয়াভীতি’ প্রচারের দায়ে অভিযুক্ত করে। পরে মার্চের শেষের দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে ‘চরমপন্থী কার্যকলাপ চালানো’র দায়ে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়।


গত ১০ মার্চ মেটা এক ঘোষণায় জানায়, তাদের প্লাটফর্মগুলোতে ‘রাশিয়ার আক্রমণকারীদের মৃত্যু’ চাওয়ার মতো বক্তব্য-বিবৃতি প্রচারের অনুমতি দেওয়া হবে। তবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুমকি প্রচার করা যাবে না।


আর রাশিয়াবিরোধী এ ধরনের পোস্ট কেবল ইউক্রেনীয় ভূখণ্ড থেকে ব্যবহারকারীরা দিতে পারবেন বলে জানানো হয়। মার্চের পর থেকে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ রয়েছে।


তবে অনেক রুশ নাগরিক ভিপিএনের মাধ্যমে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগের এসব মাধ্যম ব্যবহার করছেন।


রাশিয়ায় ইনস্টাগ্রামের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। দেশটিতে বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের অন্যতম মূল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো ইনস্টাগ্রাম।


বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেটার অ্যাপ ব্যবহার করছেন। রাশিয়ার এই সিদ্ধান্তের ফলে তালেবানসহ অন্য সন্ত্রাসী সংগঠন ও রাশিয়াবিরোধী সংস্থার মতো সন্ত্রাসী সংগঠনের তালিকায় মেটাকে যুক্ত করল।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com