বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, শিশুসহ মা আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ , বুধবার ১১ : ১০ এএম   প্রদর্শিত হয়েছে ৮১৬২ বার

রাজধানীর খিলক্ষেতে গাড়ির ধাক্কায় তরুণ দম্পতি, শিশুসহ তিনজন গুরুতর আহত হন। নিকুঞ্জ এলাকায় মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ২৭ বছর বয়সী মোহাম্মদ বাবুল ওরফে বাবুকে রাত ১টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাবুলের স্ত্রী ২৩ বছর বয়সী সুমি আক্তার ও তাদের ছেলেসন্তান ২ বছরের মো. শুভ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছেন।


আহতদের উদ্ধার করে নিয়ে আসা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাবিব বলেন, ‘আমরা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ফোন পেয়ে খিলক্ষেত নিকুঞ্জ-১ ঘটনাস্থলে যাই। সেখানে তাদের না পেয়ে সরাসরি চলে যাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। তাদের সেখানে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। পরে সেখানকার চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। তখন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাবুল ওরফে বাবুকে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।’


তিনি আরও বলেন, ‘তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা সদরে, আমরা সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তে চেষ্টা করছি। খুব শিগগিরই গাড়িটি শনাক্তের মাধ্যমে এর চালককে আটক করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com