শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি: আদালত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ , বৃহস্পতিবার ১১ : ১০ এএম   প্রদর্শিত হয়েছে ৮০০১ বার

মাসিক ভরণপোষণ, এক সঙ্গে বসবাসের অধিকার ও সন্তানদের খরচের দাবিতে ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি বলে জানিয়েছেন আদালত। 


বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিনের লিখিত জবাব দাখিলের ওপর শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু আল-আমিন আদালতে উপস্থিত না হওয়ায় তার স্ত্রী ইসরাত জাহান আইনজীবীর মাধ্যমে আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত বলেন,  ‘এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির সুযোগ নেই।’ 


এদিন এজলাসে বিচারক বলেন, ‌‌‌‘এটি পারিবারিক সুরক্ষা মামলা। এ মামলায় আল-আমিন জবাব দিয়েছেন। জবাবের একটি কপি আল আমিনের স্ত্রী পাওয়ার হকদার। তবে যে আইনে মামলাটি দায়ের করা হয়েছে তার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুযোগ নেই। শুনানিতে বাদী উপস্থিত হলে এক ঘণ্ট পর তাকে আসতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি উপস্থিত না হওয়ায় আগামী ১৬ অক্টোবর জবাব শুনানির জন্য দিন ধার্য করা হলো।’


এর আগে ৬ অক্টোবর একই আদালতে আল-আমিন লিখিত জবাব দাখিল করেন। সেখানে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পাওয়ায় স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তবে বকেয়া দেন-মোহর ও ইদ্দতকালীন ভরণপোষণ দেওয়ার বিষয়টি ৭ পাতার লিখিত জবাবে উল্লেখ করেননি তিনি।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com