খুলনায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে ১৫৮ জনকে আটকের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২১
অক্টোবর
২০২২ ,
শুক্রবার
০৩ : ১০ পিএম প্রদর্শিত হয়েছে ৮০১৭ বার
|
খুলনায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে আসা ১৫৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ১৫৮ জন নেতাকর্মীকে আটক করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে বৃহস্পতিবার বিকেলে খুলনায় এসেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাতে নগরীর বসুপাড়া এলাকার একটি বাড়িতে অবস্থান করেন তিনি। সেই বাড়িতে অভিযান চালিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, খুলনায় ৬০, বাগেরহাটে ৫০, যশোরের ৪৮ জনসহ মাগুরা থেকে আসা নেতাকর্মীদের বাসসহ আটক করা হয়েছে। শহরের বিভিন্ন স্থান থেকে দলীয় কর্মীদের আটক করা হচ্ছে।
এ ছাড়া বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। গণপরিবহন ও নৌযান চলাচল বন্ধসহ বিভিন্ন উসকানি দেয়া হচ্ছে। আগামীকাল শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ওই দিন দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী অভিযোগ করে বলেন, খুলনার বিভিন্ন উপজেলা এবং বিভাগের ৯টি জেলা থেকে সমাবেশে নেতাকর্মীদের আসা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি তারা আগেই আশঙ্কা করেছিলেন। সে অনুযায়ী তারা প্রস্তুতি নিয়েছেন।
তিনি আরও বলেন, বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের যে কোনোভাবে সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে। নেতাকর্মীরা আগে এসে খুলনা নগরীর আবাসিক হোটেল ও আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন।
প্রসঙ্গত, খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ২০০ বাস দেশের ১৮টি রুটে চলাচল করে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com