সুপ্রিম কোর্ট প্রশাসন
গত আগস্টে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে প্রায় ১২ হাজার মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৪
অক্টোবর
২০২২ ,
সোমবার
০২ : ১০ পিএম প্রদর্শিত হয়েছে ৮০০৩ বার
|
চলতি বছরের ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের হয়েছে ৯ হাজার ১১৮টি মামলা। একই সময়ে হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৮৫৩ টি মামলা। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সোমবার (২৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিগত আগস্ট মাসে হাইকোর্টে মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির সংখ্যা বেশি ছিল। যে হারে এখন মামলা নিষ্পত্তি হচ্ছে তাতে প্রতি মাসেই মামলা দায়েরের তুলানায় নিষ্পত্তি বিশি হবে বলেই আশা করা হচ্ছে।’ তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর শুরু থেকে মামলা নিষ্পত্তির হার বেড়েছে সুপ্রিম কোর্টে হাইকোর্ট ও আপিল বিভাগে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com