শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
ঘূর্ণিঝড় সিত্রাং: রাজশাহী-ঢাকা রুটের ট্রেনের শিডিউল বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২ , মঙ্গলবার ০৩ : ১০ পিএম   প্রদর্শিত হয়েছে ৮০৫২ বার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে রাজশাহী-ঢাকা চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। ট্রেনটির সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। ওই ট্রেনের যাত্রীদের টাকাও ফেরত দেয়া হয়েছে।


পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন, সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে ঢাকায় মালিবাগের কাছে গাছ পড়ে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে ট্রেনটি রাজশাহীতে ফিরতে পারেনি। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের শিডিউলের বিপর্যয় হয়।


এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা মুখী বনলতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করে মঙ্গলবার সকালের যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেয়া হয়েছে। বনলতা এক্সপ্রেস ঢাকায় পৌঁছাতে না পারায় আজ দুপুরের দিকে রাজশাহীগামী বনলতার যাত্রাও বাতিল হয়েছে। সকাল ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে গেছে বেলা সাড়ে ১১টার দিকে। এর আগে ভোর ৫টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী পৌঁছানোর কথা থাকলেও পৌঁছে সকাল ৯টায়।


রেলওয়ের মহাব্যবস্থাপক আরও বলেন, নির্ধারিত সময় বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে পদ্মা এক্সপ্রেস ছেড়ে যাবে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com