শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি গোয়েন্দা পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২ , বুধবার ০৬ : ১০ পিএম   প্রদর্শিত হয়েছে ৮০৭৩ বার

সরকারি নথি ‘চুরির চেষ্টা’র অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ করা মামলার কোনো সত্যতা পায়নি গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নিজামুদ্দিন ফকির বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে বলেন, ‘সাংবাদিক রোজিনাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’ 


সংশ্লিষ্ট থানা পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জানান, গত ৪ জুলাই তদন্ত কর্মকর্তা সাংবাদিক রোজিনাকে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। আগামী ১৫ নভেম্বর এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি হবে।


এদিকে, সাংবাদিক রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এনটিভি অনলাইনকে বলেন, ‘সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আগামী ১৫ নভেম্বর এই সংক্রান্ত শুনানি হবে। যদি আদালত সেই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন, তাহলে ওই তারিখে রোজিনাকে অব্যাহতি দেবেন আদালত।’


নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় তাঁকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়। রাতেই তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়।’ 


পরদিন ওই মামলায় তাকে জেলে পাঠানো হয়। তার মুক্তির দাবিতে সাংবাদিকরা দেশব্যাপী আন্দোলন-সংগ্রাম করেন। ছয় দিন পর ওই বছরের ২৩ মে সিএমএম আদালত থেকে জামিন পান রোজিনা।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com