জামায়াতের ভিন্ন খোলসে আবেদন নিশ্চয়ই ইসির নজরে আসবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৭
অক্টোবর
২০২২ ,
বৃহস্পতিবার
০৬ : ১০ পিএম প্রদর্শিত হয়েছে ৮০০৬ বার
|
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতের লোকজন যদি ভিন্ন খোলসে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করে, তাহলে নিশ্চয়ই সেটি নির্বাচন কমিশনের (ইসি) নজরে আসবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশনে যেকোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। সেটি নিবন্ধন দেয়া না-দেয়া এটি নির্বাচন কমিশনের এখতিআর। আর জামায়াতের লোকজন যদি ভিন্ন খোলসে আবেদন করে, নিশ্চয়ই সেটি নির্বাচন কমিশনের নজরে আসবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবে।' বিএনপির সমাবেশে বাধা দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'আমরা চাই বিএনপি সমাবেশ করুক। ঢাকা শহরেও সমাবেশ হচ্ছে। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, সভা-সমাবেশ করুক, গণতন্ত্রকে সংহত করুক।' বিএনপির সমাবেশের আগে শ্রমিক ধর্মঘট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপি যেহেতু অতীতে বাস পুড়িয়েছে, ট্রাক পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে; সে জন্য বাস মালিক-শ্রমিকরা ধর্মঘট ডেকেছে খুলনায়। বরিশালেও যদি ডাকে, সেই একই কারণে ডাকবে। রংপুরের কথা আমি জানি না। সেখানেও যদি সে রকম হয়, সেটি বাস শ্রমিক-মালিকদের, তারা তো ইন্ডিপেন্ডেন্ট (স্বাধীন) বডি, পেশাজীবীদের সংগঠন বা মালিকদের সংগঠন। সেই সংগঠনে আওয়ামী লীগ-বিএনপির সবাই আছে।' তিনি আরও বলেন, ‘বাস শ্রমিকদের যে সংগঠন, সেখানে বিএনপি নেতারা আছেন, মালিকদের যে সংগঠন, সেখানেও বিএনপি-জাতীয় পার্টির সবাই আছেন। বিএনপি নেতারাসহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘট করার। কারণ, তাদের বাস যদি আবার পোড়া যায়, মানুষকে যদি আবার পুড়িয়ে দেয়। সেখানে (ধর্মঘট) আমাদের করার কী আছে?’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com