বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
টুইটারের মালিক হলেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ , শুক্রবার ১২ : ১০ পিএম   প্রদর্শিত হয়েছে ৮০২৮ বার

বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এখন টুইটারের মালিক। এরই মধ্যে প্রতিষ্ঠানটির শীর্ষ কিছু নির্বাহীকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থ কর্মকর্তা ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা।


বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক।


গত বুধবার (২৬ অক্টোবর) টুইটার কার্যালয়ে যান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার ক্রয় চুক্তিতে আদালতের বেঁধে দেয়া সময় সীমা শুক্রবার (২৮ অক্টোবর) শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তিটি সম্পন্ন করবেন মাস্ক। এরই অংশ হিসেবে তার এই পরিদর্শন।


ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, টুইটার নিয়ন্ত্রণে নেয়ার পর ইলন মাস্কের প্রাথমিক পদক্ষেপের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এর শীর্ষ পদে থাকা প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে তার পদ থেকে সরিয়ে দেয়া। এপ্রিলে প্রথম চুক্তি হওয়ার পর ইলন মাস্ক তাকে সরিয়ে দিতে চাইলে পরাগ আগরওয়াল আদালতের শরণাপন্ন হন, যেন ইলন মাস্ক চুক্তি থেকে সরে আসতে না পারেন। 


টুইটার ক্রয় চুক্তির নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোয় কোম্পানিটির প্রধান কার্যালয় ঘুরে দেখেছেন ইলন মাস্ক। বুধবার এক ভিডিও পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এতে দেখা যায়, হাতে একটি সিংক নিয়ে সদর দফতরে ঢুকছেন তিনি। এর ক্যাপশনে মজা করেই লিখেছেন, ‘আসুন, ডোবা যাক!’ এছাড়া নিজের টুইটার হ্যান্ডেলে নিজের পরিচয় বদলেছেন। নিজের প্রোফাইলে লিখেছেন ‘চিফ টুইট’।


টুইটার ইস্যুতে বুধবার আরও দুটি টুইট করেছেন ইলন মাস্ক। টুইটারের প্রশংসা করে একটি বার্তায় তিনি লিখেছেন, নাগরিক সাংবাদিকতার ক্ষমতায়নে টুইটার যা করেছে, তা একটি ভালো দিক। কোনো ধরনের পক্ষপাত ছাড়া সাধারণ মানুষ এতে খবর প্রকাশ করতে পারছেন। আরেক টুইট বার্তায় তিনি লিখেছেন, টুইটারের কিছু অসাধারণ মানুষের সঙ্গে আজ সাক্ষাৎ হলো।


ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সামনের মাসগুলোতে টুইটারের আরও কর্মী ছাঁটাই হতে পারে। টুইটারের মালিকানা ইলন মাস্ক কিংবা বর্তমান কর্তৃপক্ষ যার হাতেই থাকুক না কেন, প্রতিষ্ঠানটিতে কর্মী ছাঁটাই হবে। 


প্রতিবেদন অনুযায়ী, টুইটারের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী বছরের শেষ নাগাদ কোম্পানির কর্মীদের বেতন বাবদ বরাদ্দ থেকে ৮০ কোটি ডলার কাটছাঁটের পরিকল্পনা করেছে। এর মানে হলো, প্রতিষ্ঠানটির প্রায় এক-চতুর্থাংশ কর্মশক্তিকে বিদায় নিতে হবে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com