রোববার ০৩ ডিসেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
রংপুরে বিএনপির সমাবেশস্থলে নেতা-কর্মীর ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২ , শনিবার ১১ : ১০ এএম   প্রদর্শিত হয়েছে ৮০৫৪ বার

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।


শনিবার (২৯ অক্টোবর) সাত সকালে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।


পরিবহন ধর্মঘটের কারণে আগের রাতেই সভাস্থলে অনেক নেতাকর্মী অবস্থান করছেন বলে জানা গেছে। তবে নেতাকর্মীদের অভিযোগ, একদিকে পরিবহন ধর্মঘট চলছে। অন্যদিকে সমাবেশে আসার সময় পথে পথে তাদের বাঁধা দিয়েছে সরকারদলীয় লোকজন।


যান চলাচল বন্ধ থাকলেও বিএনপির নেতাকর্মীরা ট্রেনে চড়ে, অটোরিকশায় করে, মোটরসাইকেল নিয়ে, কেউবা হেঁটে এসেছেন সমাবেশস্থলে। কেউ কেউ এসেছেন বৃহস্পতিবার রাতেই। এছাড়া বেশির ভাগ নেতাকর্মীই এসেছেন শুক্রবার।


বিএনপি নেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন কারণে সরকার পরিবর্তনের জন্য এই সমাবেশে এসেছেন তারা। 


দুপুর ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব ছাড়াও দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে যোগ দেবেন। 


বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুই দিন আগেই মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে রংপুর জেলা বাস মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়।


পরিবহন ধর্মঘটের কারণে সড়কপথে সারা দেশের সঙ্গে শুক্রবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভাগীয় শহর রংপুর। এতে ভোগান্তিতে পড়েছেন রংপুরসহ আশপাশের জেলার সাধারণ মানুষ। 


পরিবহন ধর্মঘটের কারণে সড়কপথে সারা দেশের সঙ্গে শুক্রবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভাগীয় শহর রংপুর। এতে ভোগান্তিতে পড়েছেন রংপুরসহ আশপাশের জেলার সাধারণ মানুষ। 


এর আগে ময়মনসিংহ ও খুলনায় বিএনপির গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। চট্টগ্রামে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ করা হয়।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com