সমাবেশস্থলে হাজির মির্জা ফখরুল, উচ্ছ্বসিত নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৯
অক্টোবর
২০২২ ,
শনিবার
০৪ : ১০ পিএম প্রদর্শিত হয়েছে ৮০৮৭ বার
|
রংপুরে বিভাগীয় গণসমাবেশ শুরুর প্রায় দুই ঘণ্টা পর সমাবেশস্থলে এসে হাজির হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। শনিবার (২৯অক্টোবর) দুপুর ১টা ৫০মিনিটে সমাবেশস্থলে এসে মঞ্চে উঠে দলীয় নেতা-কর্মীদের হাত উঁচিয়ে অভিবাদন জানান মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন। এদিকে সমাবেশস্থলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে কালেক্টরেট ঈদগাহ মাঠ। উচ্ছ্বসিত নেতা-কর্মীদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিভিন্ন স্থানে গুলিতে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হচ্ছে। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর আজ রংপুর বিভাগীয় শহরে দলটির এটি চতুর্থ গণসমাবেশ। এদিকে দুপুর ২টায় বিভাগীয় এই গণসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা আগে দুপুর পৌনে ১২টায় পবিত্র কোরআন তিলাওয়াত শেষে মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হয়। এখন দলের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com