রোববার ০৩ ডিসেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
রংপুরে রং-বেরঙয়ের নাটক চলছে: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২ , শনিবার ০৫ : ১০ পিএম   প্রদর্শিত হয়েছে ৮০৫০ বার

রংপুরে বিএনপি সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুরে রং-বেরঙয়ের নাটক চলছে। তিনদিন আগে নেতাকর্মীদের সমাবেশে মাঠে নিয়ে আসছে। তারা মঞ্চে, গুদাম ও গোডাউনে ঘুমাচ্ছে। সব নাটক চলছে। বিএনপির হাতে বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের মুল্যবোধ নিরাপদ নয়।


শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পুরানো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত জনসভায় ১০ লাখ লোকের সমাবেশ হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। কত জনসমাগম হয় দেখাব, ৪ ডিসেম্বর। দশ লাখের সমাগম হবে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে।


বিএনপির উদ্দেশে কাদের বলেন, টাকা পাইলেই বিএনপি খুশি। মির্জা ফখরুল টাকার বস্তায় শুয়ে আছেন। ভোট চুরি, ভুয়া ভোটারের বিরুদ্ধে খেলা হবে। টাকার খেলা হবে না, খেলা হবে জনতাকে সঙ্গে নিয়ে।


এর আগে সম্মেলন সফল করতে বেলা ১১টার পর থেকেই জেলার নেতাকর্মীরা জড়ো হতে থাকেন রাজধানীর শেরে বাংলা নগরের পুরানো বাণিজ্য মেলার মাঠে।


এ ছাড়া সকাল থেকেই কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর থেকে নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। এরপর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনস্থলে যান।


ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মিছিল ও ট্রাকে করে আসেন নেতাকর্মীরা। এ ছাড়া অনেকে হাতি ও নৌকা নিয়েও সমাবেশস্থলে আসেন।


জেলার নেতারা বলছেন, বিএনপির বিভাগীয় সমাবেশের চেয়ে ঢাকা জেলার সম্মেলনে লোক সমাগম অনেক বেশি হবে। জবাব দেয়া হবে বিএনপির দুঃশাসনের।


দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ- এ পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। তৃণমূলের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ জেলাটির আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হবে এবং সম্মলেনে কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। এ ছাড়া সম্মেলনের মধ্যদিয়ে দক্ষ নেতৃত্ব আসবে বলেও প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com