ক্লাস চলবে প্রতি শুক্র ও শনিবার
খান 'ল' একাডেমির নিয়মিত ক্লাস শুরু হচ্ছে ১৮ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৫
নভেম্বর
২০২২ ,
মঙ্গলবার
০৩ : ১১ পিএম প্রদর্শিত হয়েছে ৮৬৬৮ বার
|
সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হওয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে খান 'ল' একাডেমি। এরই মধ্যে একাডেমির বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করার লক্ষ্যে ১১ নভেম্বর সকাল ১০-১২ টা পর্যন্ত ফ্রি যাচাই ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ জে আর খান রবিনের সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৮ নভেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু হতে যাচ্ছে। সার্বিক দিক বিবেচনায় সপ্তাহের প্রতি শুক্র ও শনি বার ক্লাসের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে মো: জে আর খান রবিন বলেন, ‘আমি ২০ বছরের অধিক আইন পেশায় জড়িত আছি। একজন আইনজীবীকে হয় বই পড়ে, না হয় বিজ্ঞ সিনিয়রগনের নিকট হতে প্রতিনিয়ত শিখতে হয়। কিন্ত শিখার এ পরিবেশ দিনে দিনে সংর্কীর্ন হয়ে আসছে। এর কারণ হলো শিক্ষার্থীদের অনাগ্রহ এবং শিখার পরিবেশের অভাব।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হওয়ার পর একজন আইনজীবীর স্বপ্ন থাকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হবার। কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকের এ স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সার্বিক বিবেচনায় ইতিপূর্বে উচ্চ আদালতের আইনজীবী হবার লক্ষ্যে "STEP TO HIGH COURT DIVISION" বইটি প্রনয়ন করি। তারপরেও বাস্তব অভিজ্ঞতার আলোকে অনেকে না বুঝে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীলতায় আশানুরূপ ফলাফলে ব্যর্থ হয়। তাই দায়িত্ববোধের জায়গা থেকে অগ্রজ হিসেবে অনুজদের জন্য ক্ষুদ্র প্রয়াস হিসেবে প্রতিষ্ঠা করেছি খান 'ল' একাডেমি।’ খান 'ল' একাডেমির মাধ্যমে সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থীকে সঠিক প্রশিক্ষনের মাধ্যমে স্বল্প সময়ে প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com