জিএম কাদেরের ওপর দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ বহাল
আদালত প্রতিবেদক
প্রকাশ:
১৬
নভেম্বর
২০২২ ,
বুধবার
০৯ : ১১ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৮৯ বার
|
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর পার্টির সব কার্যক্রমে অদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ বহাল থাকলো।
বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক শুনানি শেষে নিষেধাজ্ঞাদেশ প্রত্যাহারের আবেদন খারিজ করে দেন। এরপর লিখিত জবাব দাখিল ও মূল মামলার শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ৬ অক্টোবর নিষেধাজ্ঞা প্রত্যার চেয়ে শুনানি করেন জিএম কাদেরের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, শুনানিতে তিনি বলেন, বাদী জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির উপদেষ্টা পরিচয় দিয়েছেন। আসলে জাতীয় পার্টিতে এমন পদ নেই। আছে চেয়ারম্যানের উপদেষ্টা। বাদী মিথ্যা তথ্য দিয়ে এবং আদালতকে ভুল বুঝিয়ে নিষেধাজ্ঞার আদেশ নিয়েছেন। জি এম কাদের দলের চেয়ারম্যানের পাশাপাশি সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা। আদালতের এই আদেশের ফলে তার দলীয় রাষ্ট্রীয় কাজ ব্যাহত হচ্ছে। এ আদেশের ফলে বিশৃঙ্খলার আশঙ্কাও তৈরি হয়েছে৷ এ সময় বিপুলসংখ্যক আইনজীবী ও জাতীয় পার্টির নেতাকর্মীরা এজলাস কক্ষে ও বাইরে উপস্থিত ছিলেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক নথি পর্যালোচনায় আদেশের জন্য এদিন ধার্য করেন।
এর আগে গত ৬ অক্টোবর তার পক্ষে শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী এই আবেদন করেন। আবেদনে জিএম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।
জানা যায়, গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা ও মসিউর রহমান রাঙ্গাঁ গত ৩ অক্টোবর জিএম কাদেরসহ চারজনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন। সেই মামলার আলোকে গত ৩১ অক্টোবরআদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের যাবতীয় দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com