শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জবি শিক্ষার্থীরা অনেক নোংরা, তাদের দ্বারা কিছু হবে না: হল প্রভোস্ট
নুসরাত জাহান সূচী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ১৬ মে ২০২২ , সোমবার ১১ : ০৫ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৭৭ বার

নানা জল্পনা কল্পনার পর জবি ছাত্রীহলে যাত্রা শুরু হলেও হলে ওঠার পর থেকেই মেয়েদের পরতে হয়েছে নানা বিড়ম্বনায়। 


খাবার পানি, নোংরা ওয়াশরুম, ওয়াই ফাই, অস্বাস্থ্যকর খাবার সহ নানা বিষয় নিয়ে রয়েছে অভিযোগ। এসব বিষয়ে অনেক অভিযোগ থাকলেও নেই তেমন কোনো উদ্যোগ।


সম্প্রতি খাবারের দাম অনেক বেশি হলেও খাবারের মান অনেক খারাপ হওয়ায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত। প্রত্যেক মাসে হল থেকে খাবার খেতে একজন শিক্ষার্থীর খরচ হয় কম করে ৪০০০টাকা। অথচ খাবারের মান অনেক খারাপ। আবার বাশি খাবার ও দেওয়া হয় অনেক সময়। শুধু তাই নয় মাছ খেতে গেলে তেতো লাগে, মুরগী হাতে নিলেই খুলে যায়। খাবার খেতে একটু দেরি হলে খাবার পাওয়া যায় না। এরকম হাজারো অভিযোগ রয়েছে খাবার নিয়ে। 


ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, হলে ডাল খাই নাকি হাগুর জল বোঝার উপাই নেই। তাই তিনি মেস থেকে খাবার নিয়ে এসে খাচ্ছেন।


হলে প্রায় সকল শিক্ষার্থীই উঠেছেন কিন্তু এখনো ও দেওয়া হয়নি গ্যাসের সংযোগ। রান্নাঘরে ঝুলিয়েছেন তালা। শিক্ষার্থীরা যে বেসিনে ব্রাশ করেন সেখানেই ধুতে হয় খাবারের থালা।


এসব বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের হলের মেয়েরা খুবই নোংরা অবস্থায় থাকে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের শিক্ষার্থীরা অনেক পরিচ্ছিন্ন থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীরা অপরিচ্ছন্নভাবে থাকে। এজন্য তারা পিছিয়ে আছে।


তাদের দিয়ে কিছু হবে না। হলের প্রভোস্টের এমন মন্তব্য দেখে ক্ষিপ্ত সাধারণ  শিক্ষার্থী।


« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com