বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জাপান ভ্রমণকারীদের জন্য রয়েছে সুখবর
ভ্রমণ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২ , মঙ্গলবার ০১ : ০৫ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৪৬ বার

ছবি সংগৃহিত

করোনাকালে সিংহভাগ সময়েই বিদেশি পর্যটকদের জন্য জাপানের দরজা বন্ধ ছিল। এবার সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশটির পর্যটন দ্বার।


কমে আসতে শুরু করেছে জাপানের করোনা সংক্রমণ। এরই পরিপ্রেক্ষিতে দেশটি আবারও তাদের পর্যটনখাতে দৃষ্টি দিচ্ছে। দেওয়া হয়েছে বিদেশি পর্যটকদের জাপান ভ্রমণের অনুমতি। তবে এখনই সারা বিশ্বের পর্যটকরা জাপানে যেতে পারছেন না। শুরুতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের পর্যটকরা জাপান ভ্রমণ করতে পারবেন।

 

এক্ষেত্রে পর্যটকদের তিন ডোজ করোনা টিকার সার্টিফিকেট ও মেডিকেল ইনস্যুরেন্স সঙ্গে নিয়ে ভ্রমণ করতে হবে। সম্প্রতি এ ব্যাপারে দেওয়া নির্দেশনায় জাপানের ট্যুরিজম এজেন্সি বলেছে, পর্যটকদের ছোট ছোট দলে ভাগ করে দেওয়া হবে ও তাদের সঙ্গে বাধ্যতামূলক পর্যটন বিভাগের কর্মী থাকবে।

 

জাপানি গণমাধ্যম ইওমুরি এ ব্যাপারে একটি জরিপ চালিয়েছে। জুন মাস থেকে বিদেশি পর্যটকদের জন্য জাপানের পর্যটনখাত উন্মুক্ত করে দেওয়া হবে কি না- এই মর্মে চালানো জরিপে দেখা যায়, মাত্র অর্ধেক জাপানি নাগরিক চায় বিদেশিদের জন্য জাপানের পর্যটনখাত খুলে দেওয়া হোক।

 

এদিকে করোনা প্রকোপ কমে আসায় জাপানের প্রতিবেশী বেশ দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর পর্যটকদের জন্য তাদের দেশীয় স্পটগুলো উন্মুক্ত করে দিয়েছে। তবে জাপান তাদের এই সিদ্ধান্তকে 'পরীক্ষামূলক' বলে অ্যাখ্যা দিয়েছে। আপাতত জেটিবি করপোরেশন, নিপ্পন ট্রাভেল এজেন্সি ও জালপ্যাক কোম্পানির মতো মোট ৬টি ট্রাভেল এজেন্সি এই পরীক্ষামূলক পর্যটনখাত সংক্রান্ত ব্যাপারে সরকারকে সাহায্য করবে।

 

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, এবারের গ্রীষ্মকালীন ছুটিতে জাপান পুরোপুরি পর্যটকদের জন্য তদের স্পটগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবছে। প্রতিদিন ২০ হাজার পর্যটক সামাল দেওয়ার লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দেশটি।


সূত্র: ব্লুমবার্গ

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com