শুক্রবার ২৪ মার্চ ২০২৩
● ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তালিকায় আরাভ খান      ● রমজানে চাহিদাসম্পন্ন পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে সাধারণ ক্রেতা      ● খামার পর্যায়ে ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ      ● এএসআর সোয়েটার ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আতিকুরের কারাদন্ড : চেক প্রতারণার মামলা      ● দুবাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আরাভ খান      ● প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান      ● মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড      ● ‘প্রজন্মান্তরে আবহাওয়া, জলবায়ু ও পানির ভবিষ্যৎ’ : বিশ্ব আবহাওয়া দিবস আজ      ● গণতান্ত্রিক ধারা আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী      ● স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী     
বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের নাম ‘ফ্লসি’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ , সোমবার ০৪ : ১১ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৮৭২ বার

গৃহপালিত প্রাণী হিসেবে বিড়াল বিশ্বব্যাপী জনপ্রিয়। এই প্রাণীর গড় বয়স ১৪ থেকে ১৮ বছর। কিন্তু দক্ষিণ-পূর্ব লন্ডনে বিশ্বের সব থেকে বয়স্ক বিড়ালের দেখা পাওয়া গেছে। যার বয়স শুনলে একটু অবাকই হতে হবে। বিড়ালটির বয়স এখন ২৬ বছর ৩৩০ দিন! আর বয়সের কারণেই তাকে বিশ্বের সব থেকে বয়স্ক বিড়ালের স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্বের এই বয়স্ক বিড়ালের নাম হলো ‘ফ্লসি’। 


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফ্লসির মালিক ভিকি গ্রিন বিবিসিকে বলেন, ফ্লসি একটা আশ্চর্য বিড়াল। ফ্লসিকে নিজের বাড়িতে রাখতে পেরে আমি অনেক আনন্দিত।


জানা যায়, ফ্লসির জন্ম ১৯৯৫ সালে। জন্মের শুরুতে কোনো আশ্রয় ছিল না তার। সে মার্সিসাইড হাসপাতালের কাছেই থাকত। সেখান থেকে তাকে এক নারী নিয়ে যায়। ১০ বছর তার সঙ্গেই ছিল ফ্লসি। ওই নারীর মৃত্যুর পর ফ্লসিকে নিয়ে যান তার বোন। তার কাছে ১৪ বছর ছিল ফ্লসি। পরে তার মৃত্যু হলে ফ্লসির দায়িত্ব নেয় ক্যাটস প্রটেকশন নামের একটি চ্যারিটি সংগঠনের কর্মকর্তা ভিকি গ্রিন।


ভিকি বলেন, ফ্লসি কানে শুনতে পায় না। সে এখন চোখেও কম দেখে। তারপরও সে এখনো অনেক প্রাণবন্ত। আমার বাড়িতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি আসবে এটা আমি কখনও ভাবিনি। ফ্লসির ২৭তম জন্মদিন উদযাপন করা হবে আগামী ডিসেম্বরে। বেশ আয়োজন করেই তার জন্মদিন উদযাপনের পরিকল্পনা করেছেন ভিকি।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com