নিপুন রায়সহ বিএনপির ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৪
ডিসেম্বর
২০২২ ,
রবিবার
০৩ : ১২ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৫৪ বার
|
আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় রমনা থানায় করা মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (৪ ডিসেম্বর) আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে উপস্থিত না হওয়ায় আইনজীবী সময়ের আবেদন করেন। তবে সেই সময়ের আবেদন নামঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রমনা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হর। সমাবেশ শেষে তারা প্রেস ক্লাব এলাকায় পুলিশের উপর আকস্মিক অতর্কিত আক্রমণ করে মিছিল বের করে ও পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com