বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
আপিল নিষ্পত্তি করে সর্বোচ্চ আদালতের রায়
রয়েল হোমসের আবাসন প্রকল্প বাস্তবায়নে রইলো না আইনী বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ , সোমবার ০৭ : ১২ পিএম   প্রদর্শিত হয়েছে ৮১৭৪ বার

সিলেটের রয়েল হোমস লিমিটেডের ‌‘রয়েল সিটি’ আবাসন প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) করা দেওয়ানী আপিল শুনানী শেষে পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ রোববার এ রায় ঘোষণা করেন।  বেলা’র আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও রয়েল হোমস লিমিটেডের আইনজীবী ড. মো. মাহবুব মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী মাহবুব মোরশেদ বলেন, ‘সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে প্রকল্পটি বাস্তবায়নে আর কোন আইনী বাঁধা রইলোনা।’ 


তিনি বলেন, ‘আবাসন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রের শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না তা তদারকি করতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আদালত সংশ্লিষ্ট আবাসন প্রকল্প বাস্তবায়নকারী পক্ষগণকে পরিবেশগত ছাড়পত্রের শর্তসমূহ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন।’ 


মাহবুব মোরশেদ জানান, ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন কুরি, ভারেরা, মেদী ও লোহাজুরি নামক বিলের কিছু অংশ ভরাটের অভিযোগসহ বিলের জমিতে রয়েল হোমস লিমিটেডের ‘রয়েল সিটি’ এবং দক্ষিণ সুরমা সিটি লিমিটেডের ‘সোনারগাঁও আবাসিক এলাকা’ নামক  আবাসন প্রকল্প বাস্তবায়নের অভিযোগে এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ব্যতীত প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে জনস্বার্থে একটি রিট করে। মামলার চূড়ান্ত শুনানী শেষে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট আবাসন কোম্পানীগুলোকে পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির জন্য পরিবেশ অধিদপ্তরের চাওয়া সকল তথ্য প্রদান ও শর্ত পূরণ করার নির্দেশ দিয়ে রায় দেন। রায়ে আদালত আবাসিক কোম্পানীগুলো যাতে যথাযথ সরকারি অনুমোদন পায় সে বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একইসঙ্গে নির্দেশ দেন যথাযথ অনুমোদন না পাওয়া পর্যন্ত কোম্পানীগুলোকে প্রকল্পের ভূমি উন্নয়নের কাজসহ প্লট হস্তান্তরের কাজ বন্ধ রাখার। পরে ওই রায়ের বিরুদ্ধে বেলা সিভিল আপিল (২৮৮/২০১৭) দায়ের করে করে। ওই আপিলের চূড়ান্ত শুনানী শেষে আপিল বিভাগ আবাসিক কোম্পানীগুলোকে পরিবেশগত ছাড়পত্রের শর্তসমূহ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেন। একইসঙ্গে পরিবেশগত ছাড়পত্রের শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তর ২০১৯ সনের ১৭ অক্টোবর রয়েল সিটি আবাসন প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র প্রদান করেছে যার মেয়াদ ২০২৩ সনের ১৬ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর ফলে ছাড়পত্রে উল্লিখিত শর্তসমূহ মেনে রয়েল হোমস লিমিটেড আবাসন প্রকল্পটি আইনানুগভাবে বাস্তবায়িত করতে পারবে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com