জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমির গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৩
ডিসেম্বর
২০২২ ,
মঙ্গলবার
১২ : ১২ পিএম প্রদর্শিত হয়েছে ৮০৪০ বার
|
জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার ছেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’ এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি ফারুক হোসেন বলেছেন, রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জামায়াতের আমির ডা. শফিকুরকে গ্রেফতার করে সিটিসিসি। এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ফেসবুকে পোস্ট দিয়ে আটকের খবরটি জানিয়েছেন। মাসুদ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’ এদিকে জামায়াত আমিরের আটকের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী। গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে একসঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়ত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com