মির্জা ফখরুল ও আব্বাসের তৃতীয় দফায় জামিন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৫
ডিসেম্বর
২০২২ ,
বৃহস্পতিবার
১১ : ১২ এএম প্রদর্শিত হয়েছে ৭৯৯০ বার
|
কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের তৃতীয় দফায় করা জামিন আবেদনের শুনানি হবে আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে। পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা এই মামলায় দুইবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে আবারো তাদের জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য বৃহস্পতিবার (আজ) দিন ধার্য করেন। আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম ও মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এ তথ্য নিশ্চিত করেন। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মির্জা আব্বাস এ মামলার এজাহারভুক্ত আসামি নয়। এ মামলায় এজাহারনামীয় দুই আসামি সিএমএম কোর্ট থেকে জামিনে পেয়েছেন। আমরা আশা করছি, আজ (বৃহস্পতিবার) তিনি জামিন পাবেন।’ অন্যদিকে, মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, ‘পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল এজাহারভুক্ত আসামি নয়। মির্জা ফখরুল খুবই অসুস্থা। আমরা আশা করছি, তিনি জামিন পাবেন। নাশকতার এই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন গত সোমবার (১২ ডিসেম্বর) নামঞ্জুর করেন। গত শুক্রবার (৯ ডিসেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নানামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখায় ডিবি। গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে রাজধানীর পল্টন মডেল থানায় মামলাটি করে পুলিশ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com