শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের রুল জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ , রবিবার ০২ : ১২ পিএম   প্রদর্শিত হয়েছে ৭৯০২ বার

টিভি চ্যানেল ও সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।


এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।


এ বিষয়ে আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, সরাসরি খেলা দেখার সময় বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হয়। এটি বন্ধ করতে নির্দেশনা চেয়ে আবেদন করেন মোহাম্মদ মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন। সংবিধানের ১৮ অনুচ্ছেদের ২-এ বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ ধারা অনুসারে জুয়ার বিজ্ঞাপন বন্ধ চাওয়া হয়েছে।


রুলে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, যুব ও ক্রীড়া সচিব, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক ও প্রেস কাউন্সিলকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে খেলাধুলাবিষয়ক চ্যানেল টি-স্পোর্টসে জুয়াসংক্রান্ত সাইটের বিজ্ঞাপন প্রচার বন্ধে গত ১১ ডিসেম্বর আইনি নোটিশ দিয়েছিলেন দুই আইনজীবী।


« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com