দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৫
ডিসেম্বর
২০২২ ,
রবিবার
০৪ : ১২ পিএম প্রদর্শিত হয়েছে ৭৯৩৫ বার
|
জঙ্গিবাদে জড়িত অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদির আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে আসামি শফিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৩ ডিসেম্বর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ২১ ডিসেম্বর দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় গত ৯ নভেম্বর ড. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ ও আরিফ ফাহিম সিদ্দিকীকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পরদিন ১০ নভেম্বর আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ নভেম্বর দুইদিন ও গত ১৭ নভেম্বর আদালত তৃতীয় দফায় তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১৯ নভেম্বর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com