শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
খুবিতে বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ পূর্বমিলনী অনুষ্ঠিত
খুবিতে বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ পূর্বমিলনী অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২ , শুক্রবার ১২ : ০৪ এএম   প্রদর্শিত হয়েছে ৫৭০ বার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বরিশাল

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ পূর্বমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয় হল রোড সংলগ্ন 'কাপ প্রিচ' রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। 

এ সময় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন, ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক আবুল বাশার (নাহিদ) সহ বরিশাল বিভাগীয় বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমাদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন, একই অনুভূতি ও ভাষার ঐকতানে বিশ্ববিদ্যালয় যত সমস্যা হোক না কেন আমরা যদি এক থাকি কোন কিছুই সমস্যাই বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। সামনে বরিশাল সোসাইটি আরো বৃহৎ পরিসরের এরকম আয়োজন করবে এমনটা আশা রাখি।'

এরপর ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, 'আমরা এরকম একত্রিত হয়ে আরো অনেক কিছু করতে পারি, তোমরা যেকোনো সমস্যায় বা আয়োজনে আমাদের শরণাপন্ন হবে আমরা যতটা পারি তোমাদের পাশে থাকার চেষ্টা করবো।'

আয়োজিত ইফতার মাহফিল ও ঈদ পূর্বমিলনীকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনটির বর্তমান সভাপতি মো. মহিউদ্দিন রাকিব বলেন, সকলের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো সুন্দর করেছে। শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের অনুপ্রেরণা দেয়ার জন্য। সিনিয়র ভাই-আপুরা আমাদের পথ প্রদর্শক, তাদের দিকনির্দেশনা ও ছোট-বড় সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতার ফলে এই আয়োজনকে এত সুন্দর করতে পেরেছি।

মূলত, বরিশাল বিভাগীয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরিচিতি, সম্প্রীতি ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়।

এছাড়াও খুলনা রেলস্টেশনে থাকা প্রায় ২৫ জন অসহায় মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com