বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
রুবেলের মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া
রুবেলের মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া
খেলা ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২ , শুক্রবার ১২ : ০৪ এএম   প্রদর্শিত হয়েছে ৫৭৮ বার

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেন টিউমারে মারা গেলেন মাত্র ৪০ বছর বয়সে। জাতীয় দলের সাবেক এই স্পিনারের অকাল মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর শুনে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তামিম-মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবরা।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মোশাররফ রুবেলের একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে শোক জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোশাররফ হোসেন রুবেল ভাই (১৯৮১-২০২২)।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’

দেশসেরা উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘মোশাররফ রুবেল ভাইয়ের খবরটা শুনে সত্যিই ভেঙে পড়েছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা। বাংলাদেশ ক্রিকেটে এটা একটি দুঃখের দিন। সবাই তার জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ রুবেলের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন। খবরটা শুনে আমি খুবই মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন!’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রুবেল ভাইয়ের মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন!’

জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লেখেন, ‘সাবেক বাঁহাতি অফস্পিনার মোশাররফ হোসেন রুবেল আজ না ফেরার দেশে পাড়ি জামিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন!’

আরেক পেসার ইবাদত হোসেন লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার মোশারফ রুবেল ভাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি, আল্লাহ যেন রমজান মাসের উসিলায় উনাকে জান্নাত দান করেন।’

ক্রিকেটার নাসির হোসেন লিখেছেন, ‘রুবেল ভাই আজ ইন্তেকাল করেছেন জেনে খুব খারাপ লাগছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

উল্লেখ্য, ২০১৯ সালে মস্তিস্কে ধরা পড়ে টিউমার। অস্ত্রোপচারের পর কয়েক ধাপে কেমোথেরাপি নিয়ে কিছুটা সুস্থও হয়ে ওঠেন তিনি। কিন্তু জানুয়ারিতে হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠে মাথার টিউমার। যার কাছে এবার হলেন পরাজিত।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com